সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

ইচ্ছা হলে হাসুন

►  বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে পাত্রীর প্রেমে পড়ে গিয়েছে সোহেল। দুই পক্ষই রাজি। সিদ্ধান্ত হলো দুই সপ্তাহ পরে বিয়ে হবে। সোহেল তার হবু বৌয়ের সঙ্গে বিয়ের শপিংয়ে যাবে। এরই মধ্যে হবু স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে সে কিছুটা সাবলীল হয়ে গেল। সোহেল রিকশায় করে শপিংয়ে যাচ্ছিল। শপিংমলের সামনেই হবু স্ত্রীকে দেখল, একা একা দাঁড়িয়ে আছে। সোহেলের মনে দুষ্টু বুদ্ধি এলো। সে রিকশা থেকে নেমে সন্তর্পণে পেছন দিক থেকে মেয়েটির দুই চোখ হাত দিয়ে চেপে ধরল। সঙ্গে সঙ্গে তার হবু স্ত্রী বলল, ‘এই জাহিদ, ছাড়! যে কোনো মুহূর্তে আমার হবু বর সোহেল এসে পড়বে। সে এভাবে আমাদের দেখলে কী ভাববে, বল? আগামী সপ্তাহে আমাদের বিয়ে...।’

 

  সংগ্রহ : সীমা আক্তার সাথী,  প্রাণিবিদ্যা বিভাগ, অনার্স চতুর্থ বর্ষ, গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহ।


 

►  জাহাজে চড়ে বনভোজনে যাচ্ছিল একদল লোক। এমন সময় জাহাজ ডুবতে শুরু করল। এক সাঁতারু জাহাজের ক্যাপ্টেনের কাছে এসে জিজ্ঞেস করল, এখান থেকে মাটি কত দূর?

ক্যাপ্টেন পাঁচ কিলোমিটার।

সাঁতারু : পাঁচ কিলোমিটার তো আমি এক নিমিষে সাঁতরে পার হতে পারি, বলেই পানিতে ঝাঁপিয়ে পড়ল।

ক্যাপ্টেন : কোথায় যাচ্ছেন আপনি?

সাঁতারু : আপনি বলুন কোন দিকে যাব?

ক্যাপ্টেন : নিচের দিকে!

 

►  হোটেলে বসে খাচ্ছিল জোবায়ের আর ফয়সাল। হঠাৎ জানা গেল, কোথায় যেন ভীষণ আগুন লেগেছে।

খবর পেয়ে খাবার না খেয়েই ছুট লাগাল জোবায়ের। পেছন থেকে ডাক দিল তার বন্ধু-

বন্ধু : কিরে, তুই যে একজন দমকলকর্মী, জানা ছিল না তো!

জোবায়ের : আমি না, তবে আমার প্রেমিকার বাবা একজন দমকলকর্মী। দেখা করার এই সুযোগ!

 

  সংগ্রহ : খন্দকার ফাহিম, রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, রসুলপুর, গফরগাঁও, ময়মনসিংহ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর