সোমবার, ২৩ মে, ২০২২ ০০:০০ টা

নাকে তেল দিয়ে ঘুম

বৃহস্পতিবার সকাল থেকে একটানা কাজ করছি। ভাবলাম আজ অফিস শেষে দেরি না করে তাড়াতাড়ি বাড়ি ফিরব। হাতের কাজগুলো গুছিয়ে আনতে একটু তাড়াহুড়ো করছিলাম। ব্যাপারটা খেয়াল করলেন আমার অফিসের সিনিয়র কলিগ। জিজ্ঞাসা করলেন, ‘কী ব্যাপার, এত তাড়াহুড়ো করছেন কেন? কোথায় যাবেন?’ মনের অজান্তে সত্য কথাটা বলে দিলাম। ‘ভাই, এখানে এই বোরিং কাজ করতে করতে কাহিল হয়ে গেছি। ভাবছি বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাব।’ কথাটা শুনে কলিগ গম্ভীর গলায় আওয়াজ দিয়ে বললেন, ‘আপনার কাছ থেকে এমন কথা আশা করিনি। আপনার মতো লোকের কারণে আজ এত ভোগান্তি। দেশে তেলের দাম বাড়ছে। আর আপনি নাকে দামি তেল দিয়ে ঘুমাবেন? নাকে তেল ছাড়া ঘুমানোর অভ্যাস করেন। সবার উপকার হবে।’

  লেখা : কে এম ছালেহ আহমদ বিন জাহেরী, মৌকারা ডিএসএন কামিল মাদরাসা, নাঙ্গলকোট, কুমিল্লা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর