সোমবার, ১৩ জুন, ২০২২ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

ইচ্ছা হলে হাসুন

স্যার : রাতে কতক্ষণ পড়ো?

পল্টু : ঘুমানোর আগ পর্যন্ত।

স্যার : ঘুমাতে যাও কখন?

পল্টু : পড়তে বসার সঙ্গে সঙ্গে!

সংগ্রহ : মো. জাহিদুল হাসান ওয়াসী, পশ্চিম মাদারবাড়ী, চট্টগ্রাম।

 

 

চকলেটের দোকানে একটি ছোট ছেলের সঙ্গে দেখা হলো এক ভদ্রলোকের।

ভদ্রলোক : খোকা, এত চকলেট খেয়ো না। খেলে তোমার দাঁতে পোকা হবে, পেট খারাপ হবে, অল্প বয়সেই নানা রোগবালাই ধরবে।

খোকা : আপনি বুঝি অনেক দিন বাঁচতে চান?

ভদ্রলোক : অবশ্যই।

খোকা : আমার দাদির বয়স ১০৭ বছর।

ভদ্রলোক : তোমার দাদি নিশ্চয়ই ছোটবেলায় এত বেশি চকলেট খেতেন না।

খোকা : সেটা জানি না। তবে দাদি কখনই অন্যের ব্যাপারে নাক গলান না।

 

 

স্বামী : জলদি ঘরের সব দামি জিনিসপত্র লুকিয়ে ফেলো! আমার কিছু বন্ধু বাড়ি আসছে।

স্ত্রী : কেন? তোমার বন্ধুরা কি সেসব চুরি করবে?

স্বামী : না। নিজেদের জিনিস চিনে ফেলবে!

 

 

পাগলাগারদে সব পাগল নাচানাচি করছিল। শুধু একজন বসে ছিল চুপ করে। অন্য পাগলরা জিজ্ঞাসা করল, ‘তুমি বসে আছ কেন?’

প্রথম পাগল : দূর ব্যাটা, বিয়েবাড়িতে জামাই কখনো নাচে?

সংগ্রহ : খন্দকার ফাহিম, রসুলপুর, গফরগাঁও, ময়মনসিংহ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর