সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

ইচ্ছা হলে হাসুন

শিক্ষক : রাতুল, বল তো বঙ্গোপসাগর বাংলাদেশের কোনদিকে?

রাতুল : জানি না, স্যার।

শিক্ষক : সামনে এসে কান ধরে দাঁড়া।

রাতুল : সামনে এসে কান ধরলে কি স্যার বঙ্গোপসাগরের কোনো দিক বুঝতে পারব?

সংগ্রহ : জাহিদুল হাসান ওয়াসী, পশ্চিম মাদারবাড়ী, চট্টগ্রাম।

 

 

দুই বন্ধুর মধ্যে কথোপকথন-

প্রথম বন্ধু : বল তো, কোন জিনিসটা আমাদের ক্লাসে কখনো ঘটেনি?

দ্বিতীয় বন্ধু : খুব সোজা, সবার উপস্থিতি।

 

 

স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে- স্ত্রী : অ্যাই দেখ, কম্পিউটার আমার কথামতো কাজ করছে না।

স্বামী : সেটাই তো স্বাভাবিক। ওটা তোমার স্বামী না।

সংগ্রহ : সুমাইয়া আরা, নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।

 

 

স্ত্রী : অফিস থেকে ফেরার পথে চা-পাতা আর সবজি আনতে ভুলো না! আর ভালো কথা, লিলি তোমার খোঁজ করছিল।

স্বামী : দ্রুত পাল্টা মেসেজ দিল, লিলিটা কে?

স্ত্রী : লিলি-টিলি বইলা আসলে কেউ নাই। দেখলাম তুমি আমার মেসেজ পড় কি না।

 

 

পিন্টু তার বন্ধু সেন্টুকে এক দিন বলছে, জানিস, লিপি আমার হৃদয় ভেঙে দিয়েছে। কিন্তু আমার চেয়ে ও বেশি কেঁদেছে।

সেন্টুু: কেন?

পিন্টু : কারণ, প্রতিবাদস্বরূপ আমি ওর নতুন আইফোনটা ভেঙে দিয়েছি।

 

 

এক দিন লালু বিলের ধারে বসে আছে। এমন সময় এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল, ভাই, এই বিলের গভীরতা কেমন হবে, বলতে পারেন?

লালু : হবে হয়তো এক ফুটের কাছাকাছি!

লোক : আপনি এত নিশ্চিত হলেন কী করে? আপনি কি কখনো এই বিলে নেমেছিলেন? লালু : না, আমি কখনো এ বিলে নামিনি। তবে একটু আগে একটা হাঁসকে নামতে দেখেছি। কিন্তু হাঁসটার শুধু পা দুটোই জলে ডুবে ছিল। গভীরতা বেশি হলে তো পুরো হাঁসেরই ডুবে যাওয়ার কথা ছিল, তাই না?

সংগ্রহ : খন্দকার ফাহিম, রসুলপুর বহুমুখী উচ্চবিদ্যালয়, রসুলপুর, গফরগাঁও,ময়মনসিংহ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর