আমার এক ছোটভাই বললো, ব্যাপারটা ভালো লেগেছে। ঠিকই তো, বিশ্বকাপ ফুটবলের প্রভাব শুধু জার্সির দোকানগুলোতে পড়বে কেন? কেন শুধু টেলিভিশনের দোকানগুলোতে পড়বে? পাশাপাশি চায়ের দোকানেও পড়েছে, এটা খুবই ভালো লক্ষণ। আমি বললাম, চায়ের দোকানে বিশ্বকাপের প্রভাব সব সময়ই পড়ে। যেহেতু খেলার আলোচনাটা চা-স্টলেই বেশি হয়। সুতরাং এটা নতুন কিছু না। অতএব নতুন করে ভালো লাগার কিছু নেই। ছোটভাই বললো,…