আমার এক বড়ভাই বললেন, কী দিনকাল যে আসল! আগে রিকশাওয়ালাদের সঙ্গে কী দারুণ একটা সম্পর্ক ছিল! অথচ এখন তাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গেছে। কবে যে এই অবস্থার উন্নতি হবে! আমি বললাম, উন্নতি অবনতি পরের ব্যাপার। আগে বলেন রিকশাওয়ালাদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার কারণ কী। বড়ভাই বললেন, কারণ একটাই, রিকশায় উঠি না। কেন উঠি না জানিস? কারণ, আগে যখন বাজারে যেতাম, হেঁটে হেঁটে যেতাম। যেহেতু বাজার…