আমার এক ছোটভাই বলল, অবস্থা যা তাতে মনে হচ্ছে অযোগ্যরা এগিয়ে যাবে। মোটকথা তারা যে অযোগ্য এটা বোঝানোর আর কোনো উপায় থাকল না। অথচ আগে কত সহজে বুঝিয়ে দেওয়া যেত। এখন সেই রাস্তা বন্ধ হয়ে গেল। আমি বললাম, তুই কীসের কথা বলছিস, আমি কিছুই বুঝতে পারছি না। একটু বুঝিয়ে বল। ছোটভাই বলল, বেসুরো গানের প্রচলন আগেও ছিল এখনো আছে; কিন্তু আগে মঞ্চে উঠে কেউ বেসুরো গান গাইলে আমরা পচা ডিম ছুড়ে…