আমার এক বড়ভাই বললেন, এখন সবকিছু কত সহজ হয়ে গেছে! অথচ আগে কত কঠিন ছিল। ভালো, খুবই ভালো। আমি বললাম, এমন সংক্ষেপে না বলে একটু বিস্তারিত বললে ভালো হতো। মানে আগে কী কঠিন ছিল, এখন কী সহজ হলো, এ বিষয়টা আরকি। বড়ভাই বললেন, বিষয় খুবই সহজ। অতএব এত বুঝিয়ে বলার কিছু নেই। ছোটবেলায় আমরা কী করেছি? ‘আয় আয় চাঁদ মামা’ বলে চাঁদকে ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলেছি। কিন্তু চাঁদ…