আমার এক বড় ভাই বললেন, খেয়াল করে দেখলাম, ছোটবেলার কোনো শিক্ষাই বৃথা যায় না। এজন্য সবার উচিত, ছোটবেলায়ই নানারকম শিক্ষা গ্রহণ করা। তাহলে আমি যেভাবে উপকৃত হচ্ছি, সবাই সেভাবে উপকৃত হতে পারবে। আমি বললাম, বুঝতে পেরেছি, আপনি ছোটবেলায় নানান পদের শিক্ষা গ্রহণ করেছিলেন। তা এখন যে বললেন উপকৃত হচ্ছেন, সেটা কোন শিক্ষার গুণে, একটু জানতে পারি? বড় ভাই বললেন, অবশ্যই জানতে পারিস। না জানলে…