আমার এক ছোটভাই বললো, ভাই, জানেন তো, শুধু ঢাকা শহর না, বলতে গেলে সারা দেশের মানুষই এখন রাত জাগে। ব্যাপারটা প্রথম প্রথম আমার কাছে কষ্টকর মনে হলেও এখন আর সেরকম মনে হচ্ছে না। বলতে পারেন এনজয়ই করছি। আর এনজয় করার পেছনে অনেকগুলো কারণ আছে। দুয়েকটা কারণ বলবো নাকি? আমি বলার অনুমতি দিলাম। ছোটভাই বললো, আমার বাড়িওয়ালা একদমই সুবিধার লোক ছিল না। সে রাত ১১টায় গেট বন্ধ করার কড়া নির্দেশ…