► দুই বন্ধু গেছে শিকারে। এমন সময় তারা বাঘের পায়ের ছাপ আবিষ্কার করল। ফিসফিস করে এক বন্ধু বলল অন্যজনকে, ‘তুই পায়ের ছাপ ধরে সামনে গিয়ে দেখ, বাঘটা কোথায় গেল। আর আমি পেছনে গিয়ে দেখে আসি, বাঘটা কোথা থেকে এলো!’
► স্যার খাতা দিচ্ছেন, হঠাৎ, ‘কী রে, তুই এইখানে কী করিস?’ পরীক্ষার্থী উত্তর দেন, ‘মামা, পরীক্ষা। ভালো আছেন?’
‘তুই এইবার পরীক্ষা দিচ্ছিস? বলিস কী! তোকে এইটুকুন দেখেছিলাম? তোর বাবা-মা কেমন আছে।’
স্যারের হুঁশ ফেরে পাশের পরীক্ষার্থীর ডাকে, ‘স্যার, খাতা দ্যান!’
সবাই প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারে, তারা দুজন গ্রাম সম্পর্কের মামা-ভাগ্নে। দীর্ঘদিন পর হঠাৎ দেখা হয়েছে আজই।
► প্রেমিক-প্রেমিকার মধ্যে কথা হচ্ছে।
প্রেমিক : আমি বোধহয় তোমাকে বিয়ে করতে পারব না।
প্রেমিকা : কেন?
প্রেমিক : আমার বাসায় ব্যাপারটা মেনে
নেবে না।
প্রেমিকা : কে কে আছে তোমার বাসায়?
প্রেমিক : আমার স্ত্রী আর দুই সন্তান।