শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

মোগো বৈশাখ

দুখু বাঙাল

ডাকতে ডাকতে আসো তুমি বুনো ষাঁড় বুঝি বা

ডাকাত। মুহূর্তেই ছড়িয়ে যায় নারকেল বীথির

মতো আমার মায়ের সব চুল। খোলস বদল ঘটে

সর্পকুলে বিড়া ভেঙে ছড়ায় সে দ্রোহের আগুন।

জোঁক শামুক আর ডোরাসাপে অলঙ্কৃত হয়ে ওঠে

ফসলের মাঠ। হঠাৎ বৃষ্টির তোড়ে ভাষা খুঁজে পায়

আমার প্রিয়ার দেহের যত ভাঁজ। রাজার মতো

হাঁকডাকে আসো তুমি বিদ্রোহী নজরুল। নিমিষেই

বজ্রাহত তালগাছ হয়ে যায় সমুজ্জ্বল শহীদ মিনার।

একের ভেতর অনেক-অশেষ হয়ে 'না চাহিলে...

পাওয়া যায়' প্রতিদিন আমাদের রবীন্দ্রনাথ।

তুমিও কি সীমান্ত নিয়ম মানায় রয়ে যাবে দাস?

হালখাতার পত্রপুটে ভেসে ওঠে বাঙালির নাড়িছেঁড়া

মিলনের ডাক_ শুভ হালখাতা, মোগো বৈশাখ।

সর্বশেষ খবর