শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

অপেক্ষা

আরিফ মঈনুদ্দীন

তুমি কখন আসবে!

এই অনিশ্চিত প্রত্যাশায়

আমি সকাল থেকে বিকাল দিবস রজনী

কর্মক্লান্ত মজুরের মতো তাকিয়ে থাকি সূর্যের দিকে

দিবাবসান শেষে কখন নেমে আসবে মমতাময়ী ছায়া

অবসাদগ্রস্ত শরীরের পরতে পরতে

                ঢুকে যাবে নরম আদর

একটু স্বেহের কাঙাল

ভালোবাসার কাঙাল খানিকটা বেশি

স্পর্শের বিশেষ টংকার সমভিব্যাহারে

আমিও নেচে উঠি

নেচে ওঠে দেহমন সবকিছু

যা আছে নৃত্যরতা আমার ভেতর

তুমি কখন আসবে

আমি বসে আছি অপেক্ষায়

আসবে তো জানি

সেই আসা যেন হয় প্রস্থানের আগে

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর