শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

লাঙলের ভূগোল

মাসুদ পথিক

শিয়োর সবার মতো মুঠোতে নিয়েই চলে যেতে চাই অ-প্রমিত মাটির ভূগোল

যদি, যদি চাষে কি-চাষে ক্লান্ত হয়ে পড়ে লাঙল, শরীরে জ্বর লাগে তুমুল জেনো এই জীবন বাজি রাখবো তখন, তোমার দেহের মাপে গড়াবো সিলুয়েট

... প্রাকৃত চাষা যে আমি, স্ট্র–লি নই কোনো পয়েট!

তবুও এই ভূগোল প্রতিবার কেঁপে ওঠবে সরল লাঙলের ফলায় তথা, আমি লুটাব আমিরে তুমুল, আমি মিশে যাবোই যাবো মাটির জলায়

অতঃপর অনেক অনেক বাণী ও পুঁথির প্রহর শেষে সৌরযুগের উপর আর আমার সিলিকনে মাখাবো যৌনআঙুল মাটিতে আঁকবো ছেঁড়া চর

অর্থাৎ অথবা আবার ভিন্ন-স্বরূপে ফিরবে গৃহে এই আমির আদিম চাষা মাটির ভূগোলে আমিরে বুনে-না বুনে ফলাবে রে সখা নোতুন লাঙলের ভাষা...

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর