শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ভালোবাসার ক্রন্দন

খোশনূর

তোমার সাথে পথ চলছি

দুঃখ সুখের কথা বলে

ভাবছি ভ্রান্তি বাধা দলছি,

স্বপ্ন আঁকি চোখের জলে।

পথ হারিয়ে যেতাম যদি

অচীন আঁধার পেতাম যদি

সেই হতো কি ভালো অতী

সব খানেতেই বিশাল ক্ষতি

তোমায় নিয়ে কাব্য করি।

তোমার জন্য কথা

দুঃখ দিয়ে জীবন ভরি

সঙ্গী হঠাৎ কঠিন নীরবতা!

আমার কান্না সবাই দেখো

তুমি দেখো হাসি

তোমার নদী চলছে এঁকে বেঁকে

শীর্ণ আমার ইচ্ছে নদী বারোমাসি

তোমার কথা ভেবে ভেবেই অধীর হবো।

আমার রাত্রী ঝলসে যাবে দিনের মতো

এই জীবনে ঐ জীবনে তোমার হয়ে রবো

ভালোবাসা পাওয়া যাবে ভালোবাসলে কতো?

এলেম কাছে গেলে দূরে যতো

অযতনে বাড়লো আমার হৃৎপিণ্ডের ক্ষত!

নরম মাটির অনু আমি পবিত্রতার ব্রত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর