শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ইচ্ছা

শামীম আজাদ

এ সময়ের সকল অন্যায়ের মধ্যেই

নিজ বুকে পা গেঁড়ে বসে আছি সেই প্রত্যুষেই

আমি এক ইতির অক্ষর

বাংলাদেশের জাতিস্বর

বার বার জম্ন নেয়া নালন্দা নোঙরে বাঁধা অভিমানী

রাগী মনু গাঙ জলডোবা শিলচর কৃষাণী

সূর্য কূটোতেই, নেচে উঠে গা

যে কোন সবুজ আগুনেই মৃদঙ্গে পিছলে পড়ে পা

অস্থিতে মজ্জায় আর তো বাজে না

বিনা বিচার বা নতুন কোন অমাবশ্যা

 

কিন্তু ঐ বিন্দু বায়ুর আকাশ ও

বিচারের অতি ক্ষুদ্র প্রত্যাশাও

যখন ঢেকে যায়, রক্তে ভেজে সব সম্ভাবনা

কোন নিস্তব্ধতাই আর বাকি থাকে না

 

তখন আমিও মানুষ বলেই ভাই

একাত্তরের সেই বিলুপ্ত প্রজাতি হয়ে যেতে চাই

১০.১১.১৫

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর