শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দেশপ্রেম ও দ্রোহের উচ্চারণ

মারুফ রায়হান

অশুভ ছায়ার নিচে আজ শব্দ সুর শুদ্ধ স্বর

স্তব্ধ বায়ু, সৃজন-উন্মুখ মূক, ঘটে না জাগৃতি

তাই চাই দেশপ্রেম ও দ্রোহের উচ্চারণ

 

দীপন কী পণ করেছিল তুমি জানো?

ব্রত ছিল তার অক্ষরের বাগান সাজানো

গোলাপ-মাল্যের পরিবর্তে তার কণ্ঠে

পড়ল প্রবল চাপাতির কোপ!

টুটুল কবিও বটে, নয় অপ্রতুল

তার অঙ্গীকার, প্রতিজ্ঞা-তালিকা

কারা চায় ছুরিকায় ছিদ্র করে দিতে

        শিল্পের হৃদয়?

তাই চাই দেশপ্রেম ও দ্রোহের উচ্চারণ

 

রক্তে ধোয়া শব্দগুলো রেখেছি যে জমা

কবিতা ও সুরে এক সন্ধ্যা জীবনের আয়োজনে

আজ আমি তোমারই প্রতীক্ষায়

তুমি আসবে না বন্ধু, হে সন্তান, সতীর্থ সৈনিক?

সর্বশেষ খবর