শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অখণ্ড মঙ্গলাকার

নির্মলেন্দু গুণ

আমরা যতই চেষ্টা করি না কেন,

সপ্তাহের কোনো একটি দিন,

শুক্রবার বা রবিবার-যাই হোক;

বা বছরের কোনো একটি মাসকে

সে আশ্বিন বা আষাঢ়, যাই হোক;

আমরা দিনপঞ্জির পাতা থেকে

কিছুতেই মুছে ফেলতে পারবো না।

 

প্রতিটি দিন আর প্রতিটি মাসই

সময়ের দৃষ্টিতে সমশক্তিশালী।

 

এই গ্রহপৃষ্ঠে জন্মগ্রহণকারী

প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী—

এক অখণ্ড মঙ্গলাকার, বা

অখণ্ড সময়ের খণ্ডিত প্রকাশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর