শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অশান্তির ঢিল

অরুণ সেন

রুচিটা কখন জানি হয়ে সাচ্চা সাবালক লাঠি

সারাক্ষণ আতিপাতি কাকে যেন খুঁজেই বেড়ায়

ঠ্যাংগাবে পেলেই দেখা, এই কথা কয় চেহারায়

খোঁজার দু’চোখে তবু নিভুল ঢাকের বোবা কাঠি।

যষ্টির খেয়াল শুধু দেশ থেকে দানব তাড়ানো

অহং সর্পটিকে মেরে ইতোমধ্যে ঝুলিয়েছে গাছে

বলি, আমিত্ব মরেনি, কাছে দূরে মাঝে মধ্যে নাচে

তবু চলে, অবিরাম অসুরের কলঙ্ক মাড়ানো

 

আগে তো যায়নি দেখা রোদের ছায়ায় বেড়ে ওঠা

পছন্দের পথে থাকা এতসব নির্দয় কন্টক।

মাথার ভেতর থেকে হঠাত্ দেখানো বিদ্যুত্ছটা

দেখায় নি, কে আসল ভালো আর মন্দের বন্টক।

কার হাত ধরে হয় আলো আর আঁধারের দ্বন্ধ

কীভাবে, কীভাবে হবে অশান্তির ঢিল ছোঁড়া বন্ধ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর