শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

হাবীবুল্লাহ সিরাজী

স্বরে-আ লইয়া ঘাড়ে দাবড়াইলে পালা

নানা ভাও গয়রহ পবনে বেতালা

চলনে-বলনে ঠাট উদলা সিনান

পালগুরা ধইরা আছে গুরুর আসান।

 

পাটাতনে মাঞ্জা দেয়া কৈবর্তের নলা

মোচড়ে-গোচরে ভনে জলের ত্রিফলা

বিয়ানে খাটানো কাছি ভাটি দিলে বেলা

আউলাইয়া টান মারে বন্দনার চেলা।

 

আষ্টেপৃষ্ঠে বৈঠা দিয়া উসকাইলে মিল

চুরচুর খইসা যায় ক্ষ্যাপের দলিল,

একখান সোনার নাও ভইরা উঠলে ধানে

গলুই কাঁপাইয়া রবি করে তার মানে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর