শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

হারিয়ে যাবে কি একেবারে

নির্মল চক্রবর্তী

কফি হাউসের উলটো দিকে যখন আমরা ক’জন।

তখন তুমি অনায়াসে লুটে নিলে

একজন যুবকের রক্তাক্ত হূদয়।

যুবকটি কিছু বুঝতে না বুঝতেই

তুমি হিসাব করে সোজা ভাষায় জ্যামিতিক

হারে অনেক কিছু কেড়ে নিলে

এক সময় বললে বঙ্কিম গতিতে

তুমি ধাবিতে হবে

স্পর্শ করলাম আবেগে তোমাকে

তুমি বললে, প্রতিজ্ঞাবদ্ধ হাত শুধু তোমাকেই ঘিরে

আসলে তুমি কি ধ্বংস করে দিতে চাও

যুবকের ভালোবাসার বিশ্বাসী অর্ঘ্য

একদিন তুমি বললে, স্পষ্ট করেই বললে

মানুষকে ধ্বংস করা যেতে পারে,

পরাজিত করা যাবে না কখনো।

আজ যেন সব মিথ্যা+মিথ্যা তোমার কথাগুলো

নইলে কেন নিজেকে বন্ধ দরজার

আড়ালে নিরুদ্দেশের পথে হারিয়ে গেলে

অসময় এ হাত তোমার জন্য ছিল

আজ সে হাত থেকে হারিয়ে গেলে তুমি?

অন্ধকার এক জগতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর