শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা

ফেরা

মাসুদুজ্জামান

এতদিন আগুনে ছিলাম, আজ বৃষ্টির কাছেই ফিরে আসি।

যে তোমাকে শুধু ভস্ম করে, তাকে নিয়ে কতদূর যাবে তুমি?

দূরে গেলে বোঝা যায়, কে-যে আছে হূদয়ের খুব কাছাকাছি।

 

কোমল মার্জার, স্পর্শে তার ছিল ঘুম। তবু নখ, মৃত্যুহিম,

আঁচড়ে আঁচড়ে দীর্ণ, নিজেকেই ঢেলে দিলে এতটা নিঃসীম!

 

কাকে তুমি কাছে পেতে চাও, স্বপ্নলোকে যাকে পেতে দাও দেহ,

রক্তে ভেসে চলো, বলো, যে কেবলই বোধিবৃক্ষে ফোটায় সন্দেহ!

 

এতদিন আগুনে ছিলাম, আজ রাধার কাছেই ফিরে আসি।

স্পর্শ করো, মেঘ-মেয়ে, আমি শুধু পুলিনে বাজাই শ্যামবাঁশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর