শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বসন্ত শেষের গান

নির্মল চক্রবর্তী

ঘুম এনে দেয় এক অনির্বচনীয় সুখ

সেই সুখোপলব্ধির স্বর্গ যখন আক্রান্ত হলো

তখন তোমার বেলগাম কথা, রুক্ষ আচরণ

এই বলয়ে তুললো প্রচণ্ড ঝড়

শুধু তোমার বেহিসেবী জীবন নিয়ে কোনো কথা নয়

জটাজুট সমৃদ্ধ

বুড়ো বটের ঝুড়ির মতো ওতপ্রোত জড়িয়ে

যাকে তুমি নিয়ে গেলে তীক্ষ ছোবল মেরে

তোমার বুকের কন্দরে যে যুবক

উন্মোচন করেছিল এক নতুন স্বপ্ন

সে কী শুধু দু’জনার শ্বাস-প্রশ্বাসেই

তুমি একান্ত নিভৃতে একাকী এখন

হিমেল হাওয়ার টানে ধাবিত

হও অথৈ সাগরে ছুড়ে ফেলে সব ভালোবাসা

বিশ্বাস ও ভালোবাসার মধ্যেই

বেড়ে ওঠে নানারকম ভবিষ্যৎ।

কামদ উত্তেজনা তোমাকে

নিয়ে গেছে অন্ধকারের জীবনের কাছে

ফিরে এসো তুমি, ভালোবাসার

এই একান্ত মহাজাগতিক প্রদেশে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর