শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

কার কি যায় আসে

মামুনুর রশিদ

আমার ভেতর থেকে ক্রমশঃ দূরে সরে যাচ্ছি আমি

ডিঙ্গা ডুবে যাচ্ছে অতল থেকে অতলে,

আমি আমার আমার আমি চলছি দিকশূন্য পথে

উনুনে জ্বলছে কষ্ট স্বার্থের আগুনে

সোনার দিনারের বাক্স নিয়ে যায় কে কোনখানে,

নষ্ট শাবলের আঘাতে বিনাশ হয় সোনাফলা এই মাটি

অন্ধকার ঘরের ভেতর বন্দী আমি কেবল।

 

নগরের পথে পথে মিছে দহনের আগুনে পোড়ে

ভাত রুটি, উদরপূর্তি করে সুখে যায় নিদ্রা

কোন ঢাউস অজগর। দগদগে ক্ষত নিয়ে

ঘরে ফিরলে কার কি যায় আসে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর