শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শূন্যতাও কিছুমিছু

হাসান হাফিজ

এই সব ছন্দালিপ্তি অবকাশ কিছুই আমার নয়

খ্যাতি যশ অর্থ তৃষা

কিছুরই কাঙাল আমি নই

ভালোবাসি শুধু মাটি তৃণশয্যা ভূমির শয়ান

শেষ কথা অন্তিম সত্যের প্রজ্বলন

হূদপিণ্ডে ঘাই মেরে

সখেদে জানিয়ে দেয় অন্তিম বারতা

যে রকম যতটুকু বেঁচেছিলে

ঋণ শোধ করেছো কতটা তার

পরমায়ু আসছে ফুরিয়ে

কিছুমিছু সম্বল আছে কী হাতে

নাকি শুধু শূন্যতাই লোফালুফি করো

নাকি শুধু অপারগ অক্ষমতা

নিভে যাওয়া হাহাকার ছাই

শরীর মনন ভরতি, চৈতেন্যে ধু ধু এক

হরিয়াল গুমরে কাঁদে একা

কেন দ্রুত জীবনের পরিধি ফুরায়?

হূদয়ের লেনাদেনা কেন লঘু এত?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর