শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অতল গহ্বরে কত কিছু

(বজলুর রহমান, পরম শ্রদ্ধায় স্মরণ করি) আদিলা বকুল

বিশ্বাস যখন বলি হয়, মিথ্যা প্রতিষ্ঠিত,

কখনো সুপরিকল্পিত ভাবে, কিংবা

       ঘটনার আকস্মিকতায়—

স্তম্ভিত হয় কেউ, কেউ বা স্থির পাষাণী

                  অহল্যার মতো,

বুঝতে পারি না হয়তো শানিত বুদ্ধি নেই বলে—

অথবা আত্মা পবিত্র তাই, কিংবা

     স্বর্গের পথের সন্ধানে মন নিবেদিত বলে

তবে চূর্ণবিচূর্ণ হয়ে যায় হৃদয় মন।

অজ্ঞতা অশান্ত করে, কিন্তু পবিত্রতা স্থির রাখে

সত্যের বিলুপ্তিতে সকল প্রাণ ব্যথিত হয়

মিথ্যা খানিকটা শোয় ভেসে থাকে,

শান্তিকামী মানুষ দু’হাত তোলে ঈশ্বরের দিকে

ক্ষমা করো, ধৈর্য দাও, প্রশান্তি দাও প্রভু

এই রক্তক্ষরিত হৃদয়ে—

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর