শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বৈশাখী আবেগ

ফখরুল করিম

অতীতের গ্লানি ও হতাশার অন্ধকারে

সমাজের চিরচেনা আনন্দের দুয়ারে

বাঙালির মনের উচ্ছ্বাস আর আবেগে

মহা মায়ার এক ঐতিহ্য ও সুরের ত্যাগে—

সকল মানুষের সম্মোহনী সম্মিলিত প্রয়াসে

ঘূর্নাবর্তে ঘুরে ফিরে চলে আসে অনায়াসে

পূর্ব-পুরুষদের রেখে যাওয়া সিঁড়ি বেয়ে

বৈশাখ তাঁর স্বমহিমায় মসৃণতায় ধেয়ে—

অতীতকে স্মরণ করে হারায় দূর অজানায়

মানব-মানবীর প্রেমে তবুও বেঁধে রাখা যায়

এমন বৈশাখ কেউ কী দেখেছে মনের আয়নায়

শান্তি আর প্রেমের এক অভিন্ন মাত্রায়—স্বমহিমায়।

 

সর্বশেষ খবর