শুক্রবার, ২ জুন, ২০১৭ ০০:০০ টা

খুঁজিতেছি বৃষ্টি মাতম

রাহমান ওয়াহিদ

সম্পর্কের ছেঁড়া তারে নিমগ্ন ধ্যানী মৌনতা

বিষাদের হলুদ ঘায়ে নেমেছে ঘুম নির্জনতা।

তোমার শূন্যতায় তুমি নেই, স্পর্শে তুমি নেই

তবুও কোথাও কি বিমূর্ত ধ্বনি বেজে চলেছেই?

 

নদী ও বৃক্ষের একাকীত্বে, কষ্টনীল অস্তিত্বে

কেবলি বাড়তে থাকে শব্দের পতন।

স্পন্দিত হৃদয় চিরে পেয়েছি যে বিমল অসুখ

খুঁজিতেছি তবু তাকে, খুঁজিতেছি বৃষ্টি মাতম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর