শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
কবিতা

মানুষ

মতিন বৈরাগী

মানুষের ভিতরে থাকে হিংসা

থাকে হিংস্রতার প্রচণ্ড তাড়িত বোধ

লুকায়িত থাকে প্রতিশোধ

মানুষের ভিতরে থাকে ধৈর্য

যুগ যুগ তাই গড়ে প্রতিরোধ

মানুষের থাকে আশা থাকে ভালোবাসা

বিশ্বাসে বিদ্রোহী মন

থাকে আকাঙ্ক্ষার বিশাল জীবন

মানুষই রক্ত দেয় স্বাধীনতার পতাকা উড়ায়

পাহাড় ভাঙে সত্য গড়ে

অনড় প্রতিজ্ঞায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর