শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

লাফিয়ে পড়ার অভিজ্ঞতায়

ওবায়েদ আকাশ

একদিন পর্বতের শীর্ষ জিজ্ঞাসায় দাঁড়িয়ে

তার উচ্চতা সম্পর্কে নিঃসংশয় হতেই

স্বউদ্যমে চূড়া হতে ঝাঁপিয়ে পড়েছিলে—

 

এবং পড়ে যেতে যেতে একবার পাখি আর

একবার পর্বতমূষিকের আতিথ্য গ্রহণে সম্মত হয়ে

ভুলেই গিয়েছিলে— পর্বতের উচ্চতা ঘিরে প্রচলিত

প্রবাদ-প্রবচনগুলো মিথ্যের ফুলঝুরিভরা! এবং

কোনো কোনো পর্বতও ঠিক একপ্রকার মানুষের মতো

মিথ্যে দম্ভ আর অযৌক্তিক আল্ফালনভরা

 

মুহূর্ত-বাতাসে ঝরনাজলে একাকী অস্তিত্ব নিয়ে

ছিটকে পড়তেই শুরু হয়েছিল তোমার নতুন আলেখ্যগাথা

 

সেখানে পর্বতপাখিদের সন্তরণ আর দূরাগত প্রেমিক-প্রেমিকা

যারা ঝরনাজলে পা ডুবিয়ে একের ঠোঁট অন্যের ঠোঁটে

আহার তুলে দিল : এই প্রথম ভাবতে ভুলে গেলে যে—

মিথ্যে কোনো মীমাংসায় তুমি চূড়া হতে ঝাঁপিয়ে পড়েছিলে

 

বিপরীতে পুনর্বার ভাবতে শিখেছ যে—

পর্বতারোহণের দৃঢ়তায় যত প্রগাঢ় শূন্যতা থাকে

ঠিক ততটাই বর্ণাঢ্য জীবন— লাফিয়ে পড়ার দীর্ঘ অভিজ্ঞতায়

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর