শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

যেখানে ছিলাম আগে

মাকিদ হায়দার

উজানে ছিলাম বসে, ছিলাম উজানে

করিনি জলের সন্ধান

কোনোদিন বোধগম্য হয়নি আমার

সহসাই যেতে হবে আন্দামান।

 

ভাটিতে গিয়েছে বয়স, গিয়েছে ভাটিতে

বহুকাল বহুদিন আগে

ভেসেছি নিজেই, নিজের চোখের জলে

না-পাবার অনুরাগে।

 

যদি পরকালে দেখা হয় তার সাথে

তার আগে শুধু একবার

ভাটিতে যেতাম ভেগে আমরা দু’জন

এখনো যাওয়া হলো না আমার

 

উজানে ছিলাম বসে থাকব উজানে

তার মাঝে থেকে তুমি দীপ্তমান,

আমি না হয় আবার ফিরে যাব,

যেখানে ছিলাম আগে,

 

ফেলে আসা প্রিয় মুখ—দূর আন্দামান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর