শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ভালোবাসলেই শিউলিফোটা ভোর

সুতপা দাশগুপ্ত

স্মৃতি জেগে থাকে আলো হয়ে চোখের পাতায়

জ্বলে ওঠা আলোর পিছু পিছু হাঁটি

চেনা চেনা ছায়া আর অচেনা মানুষ

চেনা ছক ভেঙে লেখা উপকথা

প্রেম জেগে থাকে তবু শূন্যতা আশ্রয়

যেমন তারারা জেগে ছিল আমাদের জেগে থাকা রাতের

সাথে...

মনে পড়ে সূর্যের আলোকে সাক্ষী রেখে

হাতের উপর রেখেছিলে হাত?

নিশুতি রাতের চাঁদ নির্ঘুম চেয়েছিল

শ্বাসের ভিতর যখন হারিয়েছিল প্রশ্বাস...

অনন্ত সরোদ বেজেছিল সেইদিন।

কিছুই হারিয়ে যায় না...

চেনা মানুষ, চেনা মুহূর্ত, টুকরো কথার স্রোত

দীর্ঘক্ষণ চেয়ে থাকা অপলক, আদরের ছায়া,

জল হয়ে ভেসে থাকে, ছায়া হয়ে আঁকা থাকে

মনের দেয়ালে...

সব স্মৃতি মেখে আছে সে আলোর ওম

সব ইচ্ছেরা স্বপ্নে শিশিরের মত

আলতো পায়ে সবুজ বনে...

আমি শুধু এইটুকু জানি

ভালোবাসলেই শিশিরছোঁয়ায় ফুটবে শিউলি

এক আকাশ বৃষ্টি নামবে

আর... প্রজাপতি উড়বে গোপনে।

সর্বশেষ খবর