শিরোনাম
শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
কবিতা

তিন বর্ণের তিন

কামাল মাহমুদ

সেজেছে সে ফুলসাজ

ছেড়েছে ছদ্মলাজ

ঘুমানোর আগে আঁঁটসাঁট ভেতর পোশাকের মতো—

 

তবুও তো জেগে ওঠে ছলনায় শাক দিয়ে ঢাকা বেদনার ক্ষত।

পশ্চিমে ডুবে গেল সূর্য

আকাশের লাল মুছে গেল অনন্ত সুনীলে

রাত নেমে এলো আলোফ্রেমে বাঁধা চারকোণা কালো—

 

সেখানে থোকা থোকা ফুটে আছে কৃষ্ণ গোলাপ।

আমার এক বন্ধু তোমার বিয়েতে কি করে নিমন্ত্রণ পেয়েছিল

সে আমকে টেলিফোনে জানায় সংবাদ—

তাকে ক’সেকেন্ড আমার হৃদস্পন্দন থেমে গিয়েছিল

তারপর থেকে এই যে আমি চলছি-বলছি—

 

                        অন্য মানুষ, অন্য জীবনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর