শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
কবিতা

কবি যদি

ফারুক মাহমুদ

কবি যদি কাপুরুষ হয়

শব্দশূন্য হয়ে যায় সব অভিধান

কবি যদি ক্রীতদাস হয়

থেমে যায় পাখিদের মধুক্ষরা গান

কবি যদি ভিক্ষাপাত্র হয়

লুপ্ত হয় ভালোবাসা—মান-অভিমান

কবি যদি নতশির হয়

ম্লান হয় মানুষের বীরত্ববাখান

কবি যদি করজোড় হয়

শষ্যস্থান হয়ে যায় ঊষর-বিরাণ

কবি যদি দুর্বিনীত হয়

আলোকীর্তি হয়ে যায় ঝরা-ম্রিয়মাণ

কবি যদি শুকণ্ঠ কবি হয়ে ওঠে

রোদনের সব দাহ ফুল হয়ে ফোটে

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর