শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
কবিতা

এক সুন্দরবন

হাবীবুল্লাহ সিরাজী

পরিচিত হেমন্ত, পরিচ্ছন্ন চাঁদ এবং পর্যাপ্ত সুঘ্রাণ

যখন প্রবেশ করতে চাইলো

তখন চলছে নিদ্রার প্রস্তুতি—

বৃক্ষের সঙ্গে তৃণলতা, পাখির সঙ্গে কীটপতঙ্গ,

পশুর সঙ্গে পর্যায়ক্রমে

মীন, মালতী, মানসী মিলে

স্থলে, জলে, অন্তরীক্ষে তৈরি হতে থাকলো

ঋতুর মতো এই সুন্দরবন

নক্ষত্রের মতো এই সুন্দরবন

আমাদের মতো এই সুন্দরবন...

 

প্রস্থানের প্রয়োজনে জাগরণ বিবেচনায় নিলে

সম্মুখের উদার জলরাশি ঢেউ হয়,

আলো বদলে পরিণতি পায় কিরণে

আর, গন্ধ এক চিৎ-উপুড় করা দিগন্ত

ভেজা রজনী এবং ওড়া দিবস নিয়ে খেলে—

এজমালি প্রেম এখতিয়ারে এসে গেলে

লবণ ও বালির মিশ্র উদ্যোগে

এখন সুন্দরবন

একাকী সুন্দরবন

এক সুন্দরবন...

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর