শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
কবিতা

চাঁদে, নির্বাসনে

শিহাব সরকার

শুয়ে থাকি ভেসে থাকি যোজন যোজন

ধূলিভরা মাঠে রাত্তিরের পর রাত্রি,

চাঁদের অমাবস্যায় ঐ যে পৃথিবী হাসছে

 

ও আমার পৃথ্বিভূমি, ধরিত্রী আমার

নক্ষত্ররা ঘিরে রয়েছে তোমাকে

কত শব্দ-গন্ধ-রঙ মনে পড়ে, ভুলে গেছি কত।

 

অশরীরীরা আমাকে ফেলে গেছে, ঐ সৌরভ

বাতাস জুড়ে। আর গন্ধকের পোড়া, উল্কার মাটি।

আমার নগ্ন শরীরে তপ্ত ধূলিকণা

 

অনন্তে ঢুকে যেতে পারি, হারাতে পারি

ছিলাম পথের বিবাগী, তেপান্তরেই ভেসে থাকি

চেয়ে চেয়ে দেখি আকাশে নীল পৃথিবী,

সমুদ্র-নীলে মোড়া মাটিজল সংসার।

 

সূর্য ডুবে গেলে পর পৃথিবীগ্রহ জাগে সন্ধ্যায়

রাত্রির নীল টেনে মেতে থাকি মৌতাতে

নির্বাসনে ভুলতে থাকি পুরনো শব্দ-গন্ধ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর