শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বসত

সুতপা দাশগুপ্ত

জানি প্রহর মিলিয়ে গেলেও

জেগে থাকে চর সাঁকোর দুপাশে

আর থাকে অবাধ্য জেগে থাকা রাত

মেঘপিওনের না বিলি হওয়া আর্দ্র চিঠিগুলো 

কালো মেঘে সেজে ছড়িয়ে থাকে উঠোনে অনিবার্য

ভিতরে ভিতরে শিকড়ে শিকড় জড়ায় আলগোছে 

পথ জেগে থাকে ধুলোটে আলোয়

আমি তো জেনেছি

যে যমুনা দুলেছিল রাধারানী চোখে

জলশূন্য এখন...

পর্ণমোচীর দিনে অনন্ত পাকদণ্ডী পথ সেজে যাক

তার পায়ে পায়ে

প্রিয়তম কিছু শোক

এভাবেই খুঁজে নিক নিজের বসত

উড়ন্ত পাখির ঝাঁক ডানামেলে ওড়ে এলোমেলো

স্বপ্ন বিরতি চায় রাতের আকাশে

দুঃখের বিষদাঁত পাঁজরে বিঁধিয়ে দুরন্ত যন্ত্রণা দেব

মেঘনীল পুরনো পেমকে মনে রেখে

তোমার বুকেই মুখ গুঁজে কেঁদে নেব অনাবিল 

খুঁজে নেব একঘর ভালোবাসার অক্ষরে লুকোনো একটিমাত্র অপ্রেমের শয়ন

অসুবিধে হলে থাক... মেঘডাকা রাতে

এসো হাত ধরি...

মুখোমুখি বসি... ভালোবেসে নিই দুপলক

ছোঁয়ালে সে অমোঘ আগুন

জড়িয়ে নেব কি?

অথবা জুড়িয়ে যাবে উচাটন সব

সিঁড়ির নীচের ধাপে নিঝুম অন্ধকারে

রেখে দেব মৌন নিঃশ্বাস...

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর