শিরোনাম
শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিরহনামা

আমিনুল ইসলাম

ফিরে গেছ পূর্ব-স্থানে ধনুকের ছুটে যাওয়া ছিলা;

বাতাসের গায়ে লেগে আছে টানটান হাওয়ার আনন্দ

সে-আনন্দ ছুঁয়ে জেগে উঠেছে কালো নোম্যান্স ল্যান্ড-

কাঁটাতার, প্রহরী, অচলাচল। তোমার কথা জানি না,

এদিকে আমার পিলার-ডিঙানো পা জড়িয়ে

চাপচাপ আঠালো ধুলো; জোর করি, জোর আসে না।

কত আবেদন হাওয়ায়, কত প্রার্থনা আকাশে

নীরব-তুমি শত ঝরনাধারা গায়ে নিয়ে সাড়াহীন হিমালয়!

 

কন্দর্পের এই কেন্দ্রশাসিত রাজ্যে-রমনায় টিএসসিতে

ফেসবুকে সবখানেই ভালোবাসার উতরোল;

আর আমার নিজের কাছে নিজেকে কেবল

বিনাদোষে ওএসডি হয়ে যাওয়ার মতো বেকুফ বেকুফ লাগে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর