শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
কবিতা

মনখারাপের কবিতা

সোহরাব হাসান

মনখারাপ হলেই তাঁকে মনে পড়ে

মনখারাপ না হলেও। আসলে

মন আছে বলেই মনে পড়া আছে

আছে মন-পোড়াও। মনে পড়তে পড়তে

মন পুড়তে পুড়তে এতটা পথ এসেছি।

 

যাদের মন বলে কিছু নেই; শুনেছি

বনপোড়া হরিণীর মতো মাঝে মধ্যে

তাদেরও মন খারাপ হয়। কেউ কেউ

মনে মনে মনের মানুষ খোঁজেন;

 

কেউ কেউ মানুষ পেলেও মন পান না।

 

লালন সাঁই মনের মানুষ খুঁজতে গিয়ে

নিজেই বে-মনো হয়ে গেলেন।

 

আমি যাকে খুঁজি সে মন কাকে খোঁজে

তা আজও জানা হলো না

 

মনখারাপ হলেও তাকে মনে পড়ে। মন ভালো হলেও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর