শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মানুষ

মোহন রায়হান

মানুষের ভেতরে মানুষ থাকে কতজন

কতরূপী হতে পারে একই মানুষ

মানুষ কি মানুষ না সুনিপুণ অভিনয় শিল্পী?

ঠিক ঠিক জানে কখন উঠতে হবে রঙ্গমঞ্চে কখন নামবে

কখন কী ডায়ালগ দিতে হবে কখন হাসতে হয় কখন কাঁদতে

কতটা গরল আর কতখানি মধু ঢেলে দিতে হয়!

মানুষ কি প্রাণিকুলের সবার সেরা সবচে বিশ্বস্ত

না নিকৃষ্টতম একমাত্র বিশ্বাসঘাতক? বুকের ভেতরে

বুক রেখে পিঠে দেয় বসিয়ে সুতীক্ষè ছুরি!

ভালোবাসা শব্দটা কি মানুষের জন্য প্রযোজ্য

মানুষ জানে প্রেম কাকে বলে? পৃথিবীর সবচেয়ে

নির্মম নিষ্ঠুর হিংস্র জীব মানুষ বৈ আর কেউ?

মানুষের চেয়ে স্বার্থপর লোভী প্রতিহিংসাপরায়ণ

আর কোনো জানোয়ার আছে দুনিয়ায়?

মানুষের নাম কেন নয়-হায়েনা, দাঁতাল শুয়োর

খুনি, ধর্ষক, প্রতারক, ভণ্ড, মহামিথ্যুক?

কে বলে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব মানুষই?

মানুষ শব্দটি কে দিলো এই অমানুষ ছদ্মবেশী

বহুরূপী দোপায়া ইবলিশের?

মানুষ শব্দটি আজ পল্টনের ময়দানে ঝুলিয়ে

কয়েক কোটি বার ক্রসফায়ার করা হোক!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর