শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

যে সয়

হেনা সুলতানা

দিন কাটে, রাত কাটে তোমার কার মুখ চেয়ে?

দরজা খুলে লোনাজলে তুমি নৌকা ভাসাও কার পথ চেয়ে?

 

হিমগিরি থেকে হেলানো রোদ গড়িয়ে পড়ে কমলা লাভার মতো

ফনা তোলা এক ভালোবাসা শুকায় সে লাভার তাপে

মনকমনা পাহাড় নিজেকে লুকায় মাটির বিচ্ছেদ কালে।

কোথায় রাখবে পা কোন ভূমিতলে?

 

অহর্নিশ কাটাও তুমি কার নির্ভরতায়,

ফুসফুস ভরে নাও ভ্রমর ধরা জলহাওয়ায়!

 

গভীর রাতে অনাদি নদীর স্রোতে হাত বাড়াও কার হাত চেয়ে,

কোন সুখে কার মুখের কথামৃতের তরে দুঃখ যাও সয়ে?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর