শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

এই হাত

আরিফ মঈনুদ্দীন

এই হাত বাড়ালে-বর্ণিল হয়ে গেল সব

মেঘলা আকাশ হঠাৎ ঝকঝকে রোদ

রোদের আকাশে ঝলমলে রঙের খেলা

রামধনুর সাতটি রঙে ভর করেছে জীবন

 

সাত রঙে সাতরঙ শুধু নয়

অগুনতি আলোর ঝলক,

এই হাত বাড়ালে-স্পর্শের অপেক্ষায়

পুলকে কাঁপে শরীর-

কম্পমান শিখা যেমন বাতাসে তিরতির

এই হাত সকল শক্তির উৎসমূল,

মুঠোয় ধারণ করেছি জীবন

যদি বলো আকাশের চাঁদ-তাও একবার লাফ দেবো

উঠেও তো যেতে পারি সাফল্য চূড়ায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর