শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা
কবিতা

বাউল সন্ধ্যায়

সোহরাব পাশা

ছায়ার ভেতর বিবিধ বিন্যাস আর ঘ্রাণ ছিলো

নিরিবিলি নিভৃতির

প্রজাপতির ডানায় উড়ছিলো প্রসন্ন দুপুর,

ঝোপের কাহিনি গোল হয়ে বসা বাউল সন্ধ্যা

নুয়ে পড়ে অচেনা শহরে,

পাতার আড়াল খুঁজে চলে যায় ধূসর মেয়েটি,

পৃথিবীর কোনো স্টেশন থামে না কারো অপেক্ষায়,

সন্ধ্যাভাষার আকাশে ভিড় করে মেঘের বাদুড়,

মেয়েটি নিশ্চুপ হাসে

বুঝে যায় অর্থশূন্য ইশারার ভাষা

ঝরা পাতা ছিঁড়ে আলো-ছায়া খোঁজে

স্বপ্ন খোঁজে অন্য কোথাও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর