শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সমীক্ষা

আমিনুল ইসলাম

আমার সোনাদিঘির সংসার নিয়ে খেলে

বোশেখের যে বাউকুড়ানি বুড়ি,

চলনবিলে সে-ই রচে ধুলির সাম্রাজ্যবাদ;

আমার স্বপ্নের বাগানে

নিষেধাজ্ঞাকবলিত ইরাকীশিশু হয়ে

কুঁড়ি ঝরে গেলে,

রাতের শিথানে শ্বাস ফেলে

মরু-ডাইনির দল।

আর পূর্ণিমার আলোতে

শীতল পৈথান রেকি করে যায়

নোনা হাঙরের ঝাঁক।

 

সত্যপাঠ এই যে তুমিই

ঝর্ণাদলের খোয়াড় বানিয়ে

মেঘের পায়ে শেকল পরিয়েছো

এবং মৌসুমের কারাগার

সেও তোমারই রচনা।

 

উঠোনভরা বিপন্নতা,

অথচ জন্মদাগে চুমু দিয়ে

আজো তোমাকে পুরোনো সম্বোধনে ডাকি!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর