শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
কবিতা

ঠাট্টা

জাহিদ হায়দার

‘আর কী?, আর কী’,

‘ইয়ার্কি, ইয়ার্কি।’

‘কী বিষয়?’

‘বললেই দ-।’

‘কী ভাবছো? কেন হাসছো না?

কী অদ্ভুত,

কান্নাও চোখের প্রাঙ্গণে হাসছে না?’

 

‘এমনিই মারলাম’,

‘না না অন্য কিছু বোঝালে।’

‘কী মুশকিল

আমজনতা চেয়ারের ঠোঁট নড়া বোঝো না

কথার ধাতে থাকে রাত্রি।’

‘কানের গলি কয়টা?

চলে যাচ্ছে অন্য গলিতে ভাষ্য?’

‘পারিষদ কি সর্বনাশ্য?’

 

‘কী মুশকিল

কথা তবে কর্পুর।’

‘তা হলে কথাকে করো সত্য।’

অনেক হলো যে ইয়ার্কি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর