শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ইতিহাস দেখেনি যে যুদ্ধ

কাবেদুল ইসলাম

যতই আসবে কাছে পাবে তত- মন দিলে মন,

দেহ দিলে দেহ, অতিরিক্ত গোলামির দাসখত

লিখে দেবো তোমার হুজুরে আজীবনের বন্ধন,

আরো চাও, দেবে তাও অকাতরে এ-কমবখত।

 

নাছোড়বান্দা, নাফরমান, বে-শরম- যাই বলো,

চরিত্রে তকমা যাই সাঁটো যখন যেভাবে খুশি,

নদীর নির্জনে শর্তহীন একবার শুধু চলো,

দেখাবো উন্মুক্ত করে কী যন্ত্রণা নিত্যদিন পুষি!

 

কামরূপ-কামাক্ষ্যার জাদুমন্ত্রে, তাবিজ-কবচে নয়

বেঁধেছি তোমাকে যেনো ছেদহীন প্রেমের সুতোয়,

কোন্ সে নাদান বেত্তমিজ এসে ছেঁড়ে সেই তার?

 

ইতিহাস দেখেনি যে যুদ্ধ আজো- রক্ত, ম্যাসাকার,

এবার দেখবে লড়াই কী করে ধুলোয় লুটোয়

শিরস্ত্রাণ শত্রুর, ধরিত্রী ফের নিক্ষত্রিয় হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর