শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

যে বিকেল তোমার

তারিক সালমন

এমনভাবে তাকিয়ে ছিলে যেন-বা টের পাচ্ছিলে না

অথবা টের পাচ্ছিলে যে আমি তোমার অল্প-চেনা।

এমনভাবে লুকিয়ে ছিলে তোমায় খুঁজে পাচ্ছিল না,

না ছুঁয়ে ফের তোমার চিবুক রৌদ্র সরে যাচ্ছিল না।

এমনভাবে বিকেল হলো এমন বিকেল আর হবে না।

নদীর পাড়ে থাকবে বসে নদীটি আর পার হবে না।

এমন মনে হচ্ছিল যে, কাছে তোমায় আর পাব না,

হাসলে তুমি এমনভাবে কুসুমবনে আর যাব না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর