শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

গতি

অরবিন্দ চক্রবর্তী

অনেক থেকে দূর থেকে অপেক্ষা থেকে

 পুবাস্ত হলো।

দেখা হলো কী?

 

জন্তু পেরোচ্ছে অশনি; পা পেরোচ্ছে রাস্তা

জেব্রাক্রসিং এখনো আমাকে রেখেছে বসিয়ে-ওই পাওয়া যায় মানুষ।

 

খুশি হলো কেউ?

 

বিন্যাস হলো যদি, মানুষ পেল লেজ

                     লেজ ধরল নদী; অবসরে, ছোবলের সাপত্ব মুছে গেল!

 

এখানে আমি প্রতি গণের জন, তুমি দরকার নিধি

বাক্স হোক খোলা; চাবি প্রয়োগ না হলে ম্যাজিক।

 

দূর থেকে অনেক, নিকটে এসে প্রচল কাশবন;

অন্তঃপুরে কারও জিভের হিসহিস কেন?

 

বোঝা গেল যা, অপর নাম হাওয়া

দূর থেকে অটুট আর নিপুণ ফিরে পাওয়া ইশারার সহোদর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর