শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নৈঃশব্দের গল্প

সোহরাব পাশা

অমীমাংসিত সব নৈঃশব্দের গল্প

বিচ্ছিন্ন আখ্যানে ওড়ে কালো শঙ্খচিল

বোধের সম্পর্ক সূত্র খুঁজে সন্ধ্যে নামে

ব্যক্তিগত ছায়া ভাঙে জলের আঙুল;

 

পাতার পোশাক পরে প্রিয় রৌদ্রবার

বাড়ে দুঃস্বপ্নের লতা-গুল্ম

‘মেঘ দাঁড়ায় চাঁদের পাশে’

পুনশ্চ প্রার্থনা সংস্কৃতির মেদ বাড়ে

রাত্রি হাসে;

তবু বাতাসের হাড় কেটে

আগুনের ঘর বান্ধে বিবাগী বাউল

গহিন বন্দনা চরণের;

দৃষ্টি ও সৃষ্টির লাবণ্যের পাঠ নেই

অসম্পূর্ণ ছেঁড়া পা-ুলিপি মানবের

ছায়ার অসুখ খুঁজে খুঁজে বেলা যায়               

বাউলের

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর