শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

কাশ্মীর ও লালকেল্লা সূর্যোদয়

দুখু বাঙাল

বেড়ালের নৈঃশব্দ্যে অন্ধকারে ঘিরে ফেলে ঝিলামের তীর

হিংস্র সব দানবের উল্লাসে থমকে যায় নদীর কল্লোল

থমকে যাওয়া ঢেউ বুঝি বলিরেখা কাশ্মীরি পিতার

চীনের প্রাচীরের মতো দীর্ঘ সড়কে আজ ভূস্বর্গযুবক

হায়েনার দৃষ্টিবাণে দেয়ালে ঠেকেছে পিঠ কাশ্মীরি নারীর

অবলার প্রতিরোধ চিরদিনই ফুঁসে ওঠা সমুদ্রগর্জন

এখন অপেক্ষা শুধু কোনো এক তর্জনীর নির্ভিক আশ্রয়

‘আর যদি একটি গুলি চলে..’ কাশ্মীরে

ভেঙে ভেঙে অন্ধকার- চারদিকে আঁধারের গূঢ় প্রাচীর

তোমার আকাশজুড়ে লালকেল্ল­া সূর্যোদয় হবেই একদিন।

সর্বশেষ খবর